হাইমচর

হাইমচরে মেঘনায় ৮ ডাকাত সদস্য আটক

চাঁদপুর হাইমচর চরভৈরবী মেঘনা নদীতে ৮ ডাকাত সদস্য আটক করেছে পুলিশ। এরা বিভিন্ন সময় নদীতে ডাকাতি করে। স্থানীয় জেলেদের অভিযোগ তারা নদীতে ডাকাতি করে আমাদের স্বর্বস্ব নিয়ে চলে যায়। তাদের নৌকা ২ ইঞ্জিনবিশিষ্ট অধিক গতিসম্পন্ন হওয়ায় তাদের কাছে চরভৈরবী ইউনিয়ন এর জেলেরা সহ বিভিন্ন ইউনিয়ন এর জেলের অসহায়।

শুক্রবার ৪ সেপেটম্বর বিকেলে মেঘনা নদীতে ডাকাতির সময় ৮ ডাকাত সদস্য আটক করেন চরভৈরবী নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল।

চরভৈরবী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান,নদীতে যে কোনো সময় যে কোনো ঘটনা আমাদের তাৎক্ষণিক জানালে আমরা ফোর্স নিয়ে তাদেরকে আটক করবো।মেঘনার বুকে কোনো ডাকাত থাকতে পারবে না।

প্রসঙ্গত,চরভৈরবী ইউনিয়নের জেলেরা ও জেলেদের প্রতিনিধি, চাঁদপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিলো। বিভিন্ন দপ্তরে এর অনুলিপি গুলো প্রদান করা হয়।

এর পর থেকে মেঘনা নদীতে ডাকাত দলের সদস্য ডাকাতির সময় আটক করেন, চরভৈরবী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ।

করেসপন্ডেট,৪ সেপেটম্বর ২০২০

Share