Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে মেঘনায় ১৩ জেলে আটক
মেঘনায়

হাইমচরে মেঘনায় ১৩ জেলে আটক

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় মেঘনায় জাটকা ইলিশ রক্ষায় ২ মাসের অভিযানের উপজেলা ট্রান্সফোর্স ও কোষ্টগার্ঢের যৌথ অভিযানে অবৈধ ভাবে জাটকা নিধন অপরাধে শনিবার ১৩ জেলে, ১০হাজার মিটার জাল, ১৫০ কেজি জাটকা ও ২ টি নৌকা আটক করেন।

আটককৃত জেলেদের মধ্যে ১০ জেলেকে ১ বছর ও ৩ জেলেকে ৫হাজার টাকা করে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজেট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা।

১.মো.বিল্লাল হোসেন(২৪) পিতা- আলমগীর মোল্লা,২)মো মোস্তফা(২২), পিতা-মোহাম্মদ মিজান,৩) মোঃ মোস্তফা( ২৪), পিতা – মোঃ খালেক জমাদার ,৪) বিল্লাল হোসেন( ২০), পিতা- গনি পাটোয়ারী,৫) মোঃ ইমরান (২২), পিতা- আহসান গাজী, ৬) মোঃ সুজন(১৯), পিতা- মোঃ আক্তার খান ,৭) মোঃ রিপন গাজী(২৩), পিতা- আছান গাজী গাজী সর্ব সাং- ইব্রাহীম পুর, চাঁদপুর, সদর ৮) মোঃ মিলন(১৮), পিতা-মিয়াজল ঢালী ৯) জান শরীফ(২২), পিতা- নান্নু বেপারী ১০) মোঃ ইব্রাহিম (২২), পিতা- নান্নু বেপারী ১১) মোঃ রাজন(১৮), পিতা- মাহবুব রাঢ়ী,১২) আরিফ(১৫) পিতা- আমিজ আলী খাঁ,১৩) মোঃ রাসেল (১৫), পিতা-সেরু বেপারী সাং চর আতরা, নড়িয়া, জেলা শরিয়তপুর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, উপজেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান ও কোষ্টগাড পিডি আঃ মতিন।

প্রতিবেদকঃমোঃ ইসমাইল,২১ মার্চ ২০২১