হাইমচর

হাইমচরে মেঘনায় বিলীন হওয়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চাঁদপুর হাইমচরে মেঘনার করাল গ্রাসে নদী গর্ভে বিলীন হওয়া অসহায় মানুষের জীবনযাত্রা পরিদর্শন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। পরিদর্শন কালে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনির আন্তরিক সহযোগিতায় শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।

২১ জুলাই মঙ্গলবার সকাল থেকে মেঘনার পশ্চিম পাড়ে নদী তীরবর্তী মাঝির বাজার সহ বিভিন্ন অঞ্চলে যাদের বাড়ীঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে তাদের কাছাকাছি গিয়ে দুঃখ দুর্দশা পরিদর্শন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। এসময় উপস্থিত ক্ষতিগ্রস্ত সাধারন মানুষের উদ্দেশ্য তিনি বলেন- চাঁদপুর-৩ আসনের সাংসদ আলহাজ্ব ডা. দীপু মনির সহযোগিতায় এ মেঘনা বাঁধ নির্মাণ করা হবে- ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, সহ-সভাপতি এম এ বাশার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নীল কমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ সরদার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রতিবেদক:মোঃ ইসমাইল,২১ জুলাই ২০২০

Share