হাইমচরে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য : অবাধে মা ইলিশ নিধন

হাইমচর প্রতিনিধি ||  আপডেট: ০৫:৪৩ পিএম, ০২ অক্টোবর ২০১৫, শুক্রবার

হাইমচর উপজেলার মেঘনা নদীতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ থাকা সত্ত্বেও মেঘনায় মা ইলিশ নিধন নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন স্থানে জেলেরা অবাধে মা ইলিশ নিধন করছে।

অভিযানের ৭ম দিনেও সরেজমিনে গিয়ে দেখা যায় হাইমচরের কাটাখালী খালে এলাকায় কুখ্যাত ডাকাত বস্তামুনসুর, বারেক গাজী ও রওশন হোসেনের নেতৃত্বে ৫শ’ টাকা হারে নৌকা প্রতি আদায়ের অভিযোগ উঠে।

হাইমচরের অন্যান্য স্থানগুলো হলো কাটাখালীর লামচরীর খালের মোড়, গাজীপুর ইউনিয়নের একটেলের টেক, শফিক শেখের আড়ৎ সংলগ্ন, চরভৈরবী মাছ ঘাট সংলগ্ন ও কাটাখাল জালিয়ার চর এলাকায় জেলেরা প্রশাসনের চোখের আড়ালে মধ্য রাতে নদীতে মা ইলিশ নিধন চালিয়ে যাচ্ছে।

এ ছাড়াও গত কয়েকদিন হাইমচরের কাটাখালী খাল হতে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় লোক, নৌকা ও জাল আটক করে। এ সকল স্পটে প্রশাসনের হস্তক্ষেপ থাকলে মা ইলিশ নিধন বন্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share