হাইমচর

হাইমচরে মেঘনায় ডাকাত দলের আরও ৫ সদস্য আটক

চাঁদপুর হাইমচরে মেঘনায় ডাকাত দলের ভয়ে জেলেরা নদীতে নামতে পারছে না। নদীতে প্রতিদিনই ডাকাতি করে নিয়ে যান জেলেদের মোবাইল জাল টর্চ লাইট নগদ টাকা পয়সা।

২৭ আগস্ট সন্ধ্যায় বৃহস্পতিবার চরভৈরবী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল সাহেব ও নৌ থানার সঙ্গীয় ফোর্স নিয়ে পাঁচ সদস্যের একটি ডাকাত দলকে আটক করেন।

আটকের পর জানা যায় তারা নদীতে জেলেদের জাল, মাছ, মোবাইল এমনকি মাছ ধরার ট্রলার ও ছিনিয়ে নিয়ে যায়। বিগত দিন থেকে জেলেরা মৌখিকভাবে চরভৈরবী নৌ থানার অফিসার ইনচার্জ জলিল সাহেব কে জানালে তিনি জেলেদেরকে আশ্বস্ত করেন অবশ্যই ডাকাত দলকে আটক করা হবে। পূর্বের প্রতিবেদন- হাইমচরে মেঘনায় ডাকাত দলের ৬ সদস্য আটক

গত ২৩ আগস্ট জেলেদের প্রতিনিধি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ও বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করা হয়।

তার পর নদীতে অভিজান চালিয়ে গত ২৪ আগস্ট ৬ সদস্যের আরেকটি ডাকাত দলকে আটক করে

চরভৈরবী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল সাহেব বলেন, এ মেঘনার নদীর বুকে কোনো জলদস্যু থাকবে না মেঘনার বুকে জেনো কেউ এ ধরনের ডাকাতি করতে সাহস না পায়।সব সময় আমরা চরভৈরবী নৌ পুলিশ ফাঁড়ি সতর্ক আছি। মেঘনার বুকে যে কোন ঘটনা আমাদেরকে অবিহিত করুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব বলে আশ্বস্ত করেন।

স্টাফ করেসপন্ডেট,২৮ আগস্ট ২০২০

Share