হাইমচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নতুন আহ্বায়ক কমিটি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ হাইমচর উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) এক আলোচনা সভার মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সংগঠনের নবগঠিত আহ্বায়ক মহসীন মিয়া কিশোরের সভাপতিত্বে এবং সদস্য জিল্লুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলা কমান্ডের সদস্য সচিব মো. সানাউল্লাহ খান।

প্রধান অতিথির বক্তব্যে সানাউল্লাহ খান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের অধিকার আদায়ে এই সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নতুন কমিটিকে দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহ মো. আব্দুল বারেক বকাউল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বেপারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন ফয়সাল।

অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখার নবগঠিত যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের গাজী এবং নবনির্বাচিত সদস্য সচিব মাজহারুল ইসলাম মেজর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব জাকির হোসেন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ শাহ আলম এবং সদস্য জয়নাল আবেদীন। এছাড়া হাইমচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধার সন্তানরা এই সভায় অংশ নেন।

নবগঠিত আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়কমোঃ শাহ আলম পাটওয়ারী, মজিবুর রহমান,খালেদ সাইফুল্লাহ, মিসেস ফারজানা খালেক,যুগ্ম সদস্য সচিব মোঃ নাছির উদ্দিন, সম্মানিত সদস্য শ্যামল চন্দ্র মজুমদার, মোঃ ফারুকুল ইসলাম (শরিফ), মোঃ জাহাঙ্গীর পাটওয়ারী, পলাশ দত্ত, মোঃ নূরে আলম, সেলিম পাটওয়ারী, সাদ্দাম হোসেন, মোঃ রকি পাটওয়ারী, আব্দুল গফুর মিয়া, মোঃ মাসুদ, নারী সদস্য মোমেনা ইসলাম, জেসমিন আক্তার।

আলোচনা সভা শেষে জেলা নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে হাইমচরে মুক্তিযোদ্ধা সন্তানদের স্বার্থ রক্ষায় রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ
৯ জানুয়ারি ২০২৬