হাইমচরে মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎Monday, ‎20 ‎July, ‎2015  08:11:15 PM

বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর ):

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সাবেক অগ্রনী ব্যাংকের ডিএমডি ও বর্তমান এসএমই বিভাগের প্রধান নির্বাহী আলহাজ্জ একেএম মজিবুর রহমান স্বপন বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর এদেশে মুক্তিযোদ্ধের মুল্যায়নের সুত্রপাত ঘটে। এদেশে বঙ্গবন্ধুর সহপরিবার কে হত্যা করার পর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরোধ শুরু হয়েছে। আজ কোন মুক্তিযোদ্ধা অসহায় নয় কিন্তু তাদের অস্বচ্ছতা রয়েছে। মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের বিরোধীতার কারনে প্রকৃত মুক্তিযোদ্ধারা সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধাদের মাঝে পদ পদবীর লোভে নিজেদের মাঝে একপ্রকার বিরোধ সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধারা সরকারের প্রদত্ত ঘর, ভাতা, চাকরির নিশ্চয়তা পেয়েছে, তাদের জন্য সরকারি ভাবে ৩০% কৌটা রাখা হয়েছে। আমার জানামতে কোন মুক্তিযোদ্ধার সন্তান নিয়োগ পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বাদ পড়েছে এমন নজির নেই। ’

২০ জুলাই সোমবার হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলাচনা সভায় মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার ডাঃ হাফেজ আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অগ্রনী ব্যাংকের ম্যানাজার মহাসিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা

ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ আঃ বাতেন, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আ’লীগের উপদেষ্টা একে এম সালাউদ্দিন, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম বাশার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়দল হোসেন আখন, উপজেলা সহকারি কমান্ডার দপ্তর ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহলম পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল্লাহ, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাংগঠনিক শফিউল্লাহ সওদাগর প্রমুখ।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share