হাইমচরে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

চাঁদপুরের হাইমচর উপজেলায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে চরভৈরবী মাছ ঘাটে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত সচেতনতা সভা ৬ নং চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রে সহকারী মোঃ ইজাজুল পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন, হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ, নীলকমল নৌ পুলিশে ফাঁড়ি ইনচার্জ মোঃ হোসেন সরকার, হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর চৌকদার, হাইমচর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, আড়ৎদার মোঃ নজরুল ইসলাম ফকির, লিটন পাইক, জেলে প্রতিনিধি মোঃ মানিক দেওয়ান।

প্রতিবেদক: বি এম ইসমাইল, ৬ অক্টোবর ২০২২

Share