হাইমচরে মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা সভা

চাঁদপুরের হাইমচর উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা বুধবার (২০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মৌলবাদরা কারও স্বজন হতে পারে না, তাদের ধরিয়ে দিয়ে দেশ প্রেমে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।’

এক অভিযোগের ভিত্তিতে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল বলেন, সদর উপজেলা সীমান্তবর্তী কবিরাজবাড়ী সন্ত্রাসী বাহিনী কর্তৃক হাইমচর ডেলের বাজারে দোকান-পাট লুট ভাংচুর, ব্যবসায়ীসহ সংবাদ সংগ্রহে যাওয়া দু সাংবাদিককে মারাতœক জখম, মটর সাইকেল ভাংচুর ক্যামেরা মোবাইল ও নগদ অর্থ চিনিয়ে নেয়া, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম কবির, উপপরিদর্শক মো. ফারুক, আলগী উত্তর ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল, হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সরকার, নীলকমল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদার, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম প্রমুখ।

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর
Share