হাইমচরে মাদক ব্যবসায়ী কালা রুবেল আবারো সক্রিয়

হাইমচর উপজেলার মাদক ব্যবসায়ীর কালা রুবেল দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আবারো সক্রিয় হয়ে উঠেছে। এলাকাবাসী ও সুশীল সমাজের মাঝে আতংক বিরাজ করছে। হাইমচর উপজেলার যুব সমাজের ধ্বংসের একমাত্র ব্যক্তি কালো রুবেল চাঁদপুর জেলার বিভিন্ন বর্ডার দিয়ে প্রতিদিন তিন হাজার থেকে-পাচঁ হাজার ইয়াবা চালান প্রবেশ করায়। যার ফলে আবারো হাইমচরে যুব সমাজের মাঝে মাদক নামক মরণ নেশা হাতের নাগালে চলে আসছে।

জানা যায়, হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের, উত্তর আলগী গ্রামের, ৬নং ওয়ার্ডের সিএনজি চালক হেদু মিয়ার ছেলে কালা রুবেল।

হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামের নাম প্রকাশ্যে ইচ্ছুক এলাকাবাসী জানান, কালা রুবেলের বাড়িতে বিভিন্ন জায়গা থেকে রাত গভীর হলে মোটর সাইকেল দিয়ে কে বা কারা আসছে। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে কালা রুবেল আমাদেরকে হুকমিধমকি দিয়ে ভয়ভীতি দেখান।

এ ব্যাপারে হাইমচরের কর্মরত সাংবাদিকরা জানতে চাইলে মোবাইল ফোনে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে কালা রুবেল।

হাইমচর উপজেলার যুব সমাজকে মরণনেশা মাদকের হাত থেকে রক্ষার্থে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী অভিভাবকগণ।

 

| আপডেট: ০৯:৩৬ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share