চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা গ্রামের আ. সোবহান (৪৫) ও তার স্ত্রী মুন্নি বেগমকে ১০২ পিচ ইয়াবা ও ১ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ রোববার (১০ জুলাই) নৌ-ফাঁড়ির পুলিশ আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে ভায়ারচর নৌ পুলিশের তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনিরুল হক ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ঈশানবালা হাই স্কুল সংলগ্ম রাস্তা থেকে আ. সোবহানকে আটক করা হয়।
পরবর্তী দিনে সোবহানের বাড়ি তল্লাশী দিয়ে কেজি ২শত গ্রাম গাঁজাসহ তার স্ত্রী মুন্নী বেগমকে আটক করেন। আটককৃত দম্পতির বিরুদ্ধে হাইমচর থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯(১)এর ৯ (খ ) আ. সোবহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৫ এবং মাদক দ্রব্য আইনে (১) ৭ (খ) ধারা তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৬।
এ ব্যাপারে হাইমচর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমনা চাঁদপুর টাইমসকে জানান ‘আমার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণে কোর্টে প্রেরন করা হবে।’
প্রতিবেদক- বি এম ইসমাইল, স্টাফ করেসপন্ডেন্ট, হাইমচর