হাইমচরে মৎস্য অফিস ১২ প্রতিষ্ঠানিক জলাশয়ে ৩শ’৮৪ কেজি বিভিন্ন মাছের পোনা মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় অবমুক্ত করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো.শফিকুর রহমান।
হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাছের পোনা অবমুক্তকরণ পূর্বক আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা মো.মাহবুব রশিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো.শফিকুর রহমান বলেন,‘বর্তমান সরকার দেশের মাছ চাষীদের লাভবান করতে মাছের পোনা অবমুক্তকরণের পদক্ষেপ গ্রহণ করেন। যাতে করে এ দেশের মানুষ মাছ চাষের আগ্রহ বাড়ে।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির,কৃষি কর্মকর্তা রাকিব হাসান,মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার প্রমুখ।
হাইমচরে ১২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরা হয়। এদের মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি, হাইমচর থানা পুকুরে ৩০ কজি, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পুকুরে ৩০ কেজি,বালক উচ্চ বিদ্যালয়ে ৩০ কেজি,হাইমচর কলেজ পুকুরে ২৫ কেজি, বিআরডিবি অফিস পুকুরে ৩০ কেজি,চরকাশেম খাস পুকুরে ৪০ কেজি,ঈশানবালা ৩৫ কেজি,শ্রী-শ্রী জগন্নাথ মন্দির পুকুরে ২৫ কেজি, সাহেবগঞ্জ আদর্শ পুকুরে ৪০ কেজি, পাটওয়ারী বাড়ি জামে মসজিদ পুকুরে ২৫ কেজি ও বাজাপ্তী রমনি মহন উচ্চ বিদ্যালয় পুকুরে ২৪ কেজি।
প্রতিবেদক:এম ইসমাইল
আপডেট,বাংলাদেশ সময় ৫:৩০ পিএম,১৯ সেপ্টেম্বর,২০১৭,মঙ্গলবার
এজি