হাইমচর

ঘন কুয়াশায় হাইমচরে যাত্রীবাহী লঞ্চ আটকা : বিপাকে সহস্রাধিক যাত্রী

চাঁদপুরের হাইমচরের মেঘনায় ঘন কুয়াশায় এমভি জাহিদ ৩ ঢাকার ছেড়ে আসা ভোলাগামী এক হাজার যাত্রীবাহী হাইমচর ইউনিয়নের শাহেবগঞ্জে মাঝ চরে আটকে পড়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১২টা ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্য ছেড়ে আসলে হাইমচরের মেঘনায় ঘন কূয়াশায় লঞ্চের পথ হারিয়ে শাহেবগঞ্জ এলাকায় চরে আটকে পড়ে।

স্থানীয় লোকজন জানান প্রায় ১ হাজার যাত্রী নিয়ে লঞ্চটি আটকে পড়ে। যাত্রীরা অপেক্ষার প্রহর গুনছেন কখন আবার যাত্রা শুরু করতে পারবেন।

ক’জন যাত্রীর সাথে কথা বলে জানা যায়, লঞ্চটি যেভাবে আটকে গেছে, এতে এটি উদ্ধারে যথেষ্ট সময় লাগতে পারে। তবে এ রিপোর্ট লেখা পযন্ত লঞ্চটি উদ্ধারের চেষ্টা এখনো শুরু হয়নি।

এতে যাত্রদের মাঝে কিছুটা ক্ষোভ বিরাজ করছে। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে সহসাই এটি উদ্ধার হবে এবং গন্তব্যে যাত্রীদের নিয়ে পৌঁছবে।

প্রতিবেদক : বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ২:০৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ

Share