হাইমচরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ( আগামী ১২-১৫ জুন পর্যন্ত ৬ মাস হতে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে) সরকার ঘোষিত কর্মসূচি অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন বুধবার বেলা ১১ টায় হাইমচর উপজেলা স্বাস্থ্য সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মু বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেন এর পরিচালনায় অবহিত করন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

উপজেলা চেয়ারম্যান নূর হোসেন অবহিত করন সভায় বলেন একটি জাতির ভবিষ্যৎ হচ্ছে আমাদের শিশুরা, শিশুদের রোগ বালাই মুক্ত উন্নত ভবিষ্যতের জন্য সরকার সকল শিশুদেরকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, আমাদের কোন শিশু যেন এই কর্মসূচি হতে বাধ না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাইমচর থানা ওসি তদন্ত উৎপল বিশ্বাস, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ জাকির হোসেন সহ মেডিকেল অফিসার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বৃন্দ।

প্রতিবেদক: বি এম ইসমাইল, ৮ জুন ২০২২

Share