Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বড় পীরের প্রতারণার শিকার গৃহবধূ

হাইমচরে বড় পীরের প্রতারণার শিকার গৃহবধূ

চাঁদপুর হাইমচর উপজেলার পঃচরকৃঞ্চপুর গ্রামে আলী রাজার দেওয়ানের স্ত্রী রানী বেগম ধাপ্পাবাজদের প্রতারণার শিকার হয়েছে।

রানী বেগমকে প্রতারক চক্র বড় পীর সাহেব সেজে মোবাইলে ফোন করে সোনার মুক্তি পায়ে দিবে প্রলোভন দিয়ে নগদ ২৫৯০০০টাকা, ২ ভরি সোনা ও ৩.৫ ভরি রোপা হাতিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে রানী বেগম হাইমচর থানায় একটি সাধারন ডায়রী করেন।

প্রতারক চক্র রানী বেগমকে ০১৮৯০২৭৪৩৪৭ নাম্বারে কল দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্মী ভাবে কথাবার্তা বলেন, প্রতারনার খপ্পরে ফেলে বিকাশে টাকা হাতিয়ে নিয়েছে।

এ ব্যাপারে রানী বেগম জানান, আমার কাছ থেকে ৪ বারে টাকা নিয়েছে। প্রথমে আমাকে ১০০০ টাকা চেয়েছে জায়নামাজ কিনার জন্য। পরে সিন্নি দেওয়ার নাম করে ১৫ হাজার টাকা , তয় বার ১৮০০০০টাকা ও ৪র্থ বার ৬৩ হাজার টাকা ২টি বিকাশ নাম্মার নেয়। আমাকে হাসপাতালের ভিতরে একটি মুত্তি দিয়ে লোকটি চলে যায়।

প্রতিবেদক:মোঃ ইসমাইল,২৭ আগস্ট ২০২০