Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ব্যাংক এশিয়া চরভৈরবী শাখায় সরকারি ভাতা প্রদান
হাইমচরে

হাইমচরে ব্যাংক এশিয়া চরভৈরবী শাখায় সরকারি ভাতা প্রদান

চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ব্যাংক এশিয়া চরভৈরবী শাখার মাধ্যে সরকারি ভাতা পাচ্ছে উপকারভোগী ভাতা গ্রহিতারা। ৬ মে বুধবার হাইমচর উপজেলায় ব্যাংক এশিয়া চরভৈরবী শাখার বয়স্ক ভাতার টাকা বিতরণ করেন।

সুবিধাভোগী এক বয়স্কো ব্যক্তি জানান এ ব্যাংক চরভৈরবীতে আসায় আমাদের অনেক কষ্ট কমেছে। আমারকে ভাতা আনতে আলগী বাজার সোনালী ব্যাংকে দীঘ লাইনে দাড়িয়ে থাকতে হতো। আজ আমরা খুব খুশি বাড়ির পাশে ব্যাংক।

এ ব্যাপারে চরভৈরবী শাখার পরিচালক মোঃ সাকিব হোসেন জানান ব্যাংক এশিয়ার মাধ্যমে শুধু সঞ্চয় নয় বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা টাকা প্রদান করা হয়। আমরা এ ব্যাংকের মাধ্যমে জনগনের কাছে ব্যাংকিং সেবা ঘরে ঘরে পৌঁছে দিবো।

প্রতিবেদক:বি এম ইসমাঈল,৬ মে ২০২০