বীমা দিবসে শপথ করি উন্নত বাংলাদেশ গড়ি এ শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরের হাইমচরে প্রথম জাতীয় বীমা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ সকাল ১০টায় হাইমচর উপজেলা র্যালি শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগমের সভাপতিত্বে ও হাইমচর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেজবাউল আলম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।
মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী চাঁদপুর সার্ভিস সেল ইনর্চাজ সৈয়দ আহম্মদ গাজী। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ (একক) ইনর্চাজ আজিুজুল হক বাবুল, জনপ্রিয় প্রকল্পের ইনর্চাজ হাফেজ আবু তাহের,ডেলটা লাইফ (গ্রামীন) মোঃ টিপু ,পপুলার লাইফ ইন্সুরেন্স মডেল শাখার ইনর্চাজ মোঃ হাসান শেখ, ফারিষ্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানীর গাজীর বাজার ইনর্চাজ মোঃ হাসান আহম্মদ প্রমুখ।
মোঃ ইসমাইল,১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur