Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বিএনপির প্রতিবাদ সভা
BNP Logo-2
ফাইল ছবি

হাইমচরে বিএনপির প্রতিবাদ সভা

চাঁদপুরের হাইমচরে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কালো পতাকা মিছিলে প্রশাসন বাঁধা দেওয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা সদর আলগী বাজারে বিএনপি কালো পতাকা মিছিলের উদ্যোগ নিলে পুলিশ বাধা দেয়। মিছিলে বাঁধা দেওয়ায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারি বর্তমান সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে এ দেশের গনতন্ত্র হত্যা করেছেন। আজ দেশের মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্র নির্বাসিত। নির্বাসিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন যে নির্দেশনা দিবেন হাইমচর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে সে নির্দেশনা পালন করে বর্তমান সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে অংশগ্রহন করবে।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন আখনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য ও ৩নং আলগী দক্ষিন ইউপির চেয়ারম্যান সরদার আঃ জলিল মাষ্টার, ১নং গাজিপুর ইউপির চেয়ারম্যান মোঃ ইসমাইল গাজি, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আঃ রহমান কবিরাজ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, দপ্তর সম্পাদক জিএম ফজলুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মাকসুদা বেগম, সম্পাদক ফাতেমা বেগম, সহ সম্পাদক নুর জাহান বেগম, কৃষক দল সভাপতি আবু তাহের সরদার, শ্রমিকদল সভাপতি আবু সায়েদ ঢালী, যুবদল সহ সভাপতি খলিলুর রহমান পাটওয়ারী, সহ সাধারন সম্পাদক মোশারফ হোসেন পাটওয়ারী, স্বেচ্ছা সেবকদল নেতা আঃ কুদ্দুছ মেহনতি, আরিফুল ইসলাম কোতয়াল, ছাত্রদল সাবেক সদস্য সচিব নেছার আহমেদ শিকদার, ছাত্র দল নেতা জাকির সরদার, মানিক জমাদার, মোঃ মহিউদ্দিন, শরিফ হোসেন, জাহাঙ্গীর মিজি, মনির হোসেন জুয়েলপ্রমুখ। প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য মোক্তার আহমেদ দেওয়ান, আজিজুল হক রতন, উপজেলা ছাত্রদল নেতা আলমগীর হোসেন আসিফ, আলআমিন, শাহপরান,মাসুদ রানা, তিলক, কাউছার, তসলিম, আলআমিন সহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ০৯:০৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ