হাইমচর

হাইমচরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্যপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনে পরিপূর্ণ স্বাস্থ্যবিধী মেনে হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অতঃপর আদর্শ শিশু নিকেতন হলরুমে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শফিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ এর সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট সলিম সেলিম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল গাজী বাহার, উপজেলা বিএনপির সদস্য আবু তাহের পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি এ কে এম মুহিববুল্লাহ, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, ধানের শীষ প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসহাক খোকন, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জাহিদুল ইসলাম বিপ্লব, সম্পাদক মাহবুব আলম জিতু, ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুর রহমান, সাধারন সম্পাদক মোঃ জান্নাল ফাজল, ৪নং নীল কমল ইউনিয়ন বিএনপির সভাপতি মো নাছির মোল্লা, সাধারন সম্পাদক মোঃ মনির সিকদার, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাঈল হোসেন গাজী, সাধারন সম্পাদক সৈকত আলী লিয়াকত, ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান মাষ্টার, উপজেলা যুবদলের সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আখন, কৃষকদলের সভাপতি সরদার মোঃ আবু তাহের, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, ছাত্রদলের সাবেক সভাপতি সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আখন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী আক্তার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক জি এম ফজলুর রহমান আকাশ, সদস্য আব্দুল কুদ্দুস মেহনতী সহ উপজেলা-ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রতিবেদক:মো.ইসমাঈল,১৯ সেপেটম্বর ২০২০

Share