Home / সারাদেশ / হাইমচরে বিএনপির গ্রুপিংয়ের অবসান : নেতা কর্মীদের মিলন মেলা
হাইমচরে বিএনপির গ্রুপিংয়ের অবসান : নেতা কর্মীদের মিলন মেলা

হাইমচরে বিএনপির গ্রুপিংয়ের অবসান : নেতা কর্মীদের মিলন মেলা

দীর্ঘদিন পর হাইমচর উপজেলা বিএনপির গ্রুপিংয়ের অবসান ঘটলো। গ্রুপিংয়ের অবসান গঠনকল্পে বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিন উল্লাহ বেপারীর বাড়ি সংলগ্ন মাঠে জেলা বিএনপির সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ আবেদ মনসুর বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিন উল্লাহ বেপারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মোঃ শফিকুজ্জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের বিশৃংখলা ও অনৈক্য নিরসন করে দলের স্বার্থে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিএনপিকে সুসংগঠিত করার লক্ষে দলীয় স্বার্থে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।”

গ্রুপিংয়ের অবসান বিষয়ে তিনি বলেন, “আজ হাইমচর উপজেলা বিএনপির সকল গ্রুপিংয়ের অবসান ও দলীয় নেতা কর্মীদের মিলন মেলা দেখে আমরা অভিভূত। আজকের এই মিলন মেলা দেখে মনে হচ্ছে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ অবস্থান খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে।”

তিনি আরো বলেন, “ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহন করে দলকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর শুক্কুর পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হারুনুর রশিদ পাটওয়ারী, মোঃ মাজহারুল ইসলাম শফিক, একে এম মহিব্বুল্লাহ, হাইমচর ইউপি চেয়ারম্যান ও যুগ্ন আহ্বায়ক হাজী ইসহাক খোকন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান শেখ, বিএনপির নেতা নয়ন রাজা আখন, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব বেপারী, উত্তর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম কোতয়াল, হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি আসমত সরদার, নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহবুব আলম জিতু, গাজিপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, আলগী দক্ষিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ খান, উপজেলা যুব দলের আহ্বায়ক আজিজুল হক বাবুল, সিনিঃ যুগ্ন আহ্বায়ক জহির মাঝি, ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক আঃ মান্নান আখন, ওলামা দলের সভাপতি মাওঃ মহসিন খাঁন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সৈয়দ আহমেদ গাজি, শ্রমিক দলের সাবেক সভাপতি নান্টু পাটওয়ারী প্রমুখ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ১নং গাজিপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ ইসমাইল গাজি, নীল কমল ইউপি চেয়ারম্যান হাজী ইয়াসিন রতন, বিএনপি নেতা হাফিজ আহমেদ মাতাব্বর, তোহা মিয়া মাষ্টার,উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটওয়ারী, সরদার আবু তাহের, আবুল বাশার বাসু মাঝি,আনোয়ার হোসেন ভুট্টু, ছাত্রদল নেতা জহির মিয়াজি, জিএম ফজলুর রহমান, দিদার জমাদার, শরিফ হাওলাদার, শেরে বাংলা ছাত্রাবাসের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সোলায়মান মিয়া, সাইফুল ইসলাম মিরন, নেছার সিকদার, অপু পাটওয়ারী, ফয়সাল আহমেদ সহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

।। আপডেট ০৯:২৪ পিএম, ১৪ অক্টোবর, ২০১৫ বুধবার

প্রতিনিধি/ডিএইচ

বিএম ইসমমাইল