বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, এবং তিনি দেশনেত্রীর আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক খাঁন, সহ সভাপতি হাজী ইসহাক খোকন, মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, আঃ কুদ্দুছ মেহনতি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, আজিজুল হক বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব জহির নিয়াজী, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, ছাত্রদলের সভাপতি ফয়সাল আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আলমগীর হোসেন মোনাজাত পরিচালনা করেন।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
৫ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur