Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দ্রুত মেরামত কাজ চলছে
flood

হাইমচরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দ্রুত মেরামত কাজ চলছে

হাইমচরে বন্যা নিয়ন্ত্রণ অস্থায়ী বাঁধের দ’ুটি স্থান ভেঙে যাওয়ায় বাঁধের দ্রুত মেরামত কাজ চলছে। বর্তমানে সাময়িকভাবে ২২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা রোববার ৯ আগস্ট দুপুরে এ তথ্য জানান ।

হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর এবং চর ভাঙ্গা এলাকায় মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে অস্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে যায়।

চাঁদপুর জেলা সদরের কিয়দংশ, হাইমচর,ফরিদগঞ্জ বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় কয়েক হাজার একর জমির ফসল এখন হুমকির মুখে রয়েছে। গত ৩ দিন আগে প্রচন্ড গতিতে মেঘনা নদীর পানি সেচ প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করায় অস্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ বা বিকল্প বেঁড়িবাধের দু’ স্থানে ভেঙ্গে যায় । ফলে প্রায় ২১ মিটার করে ৪২ মিটার ভেঙে যাওয়া এ বাঁধ মেরামতের কাজ চলছে ।

পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান,‘ আকষ্মিক এবং অস্বাভাবিক জোয়ারের ফলে পানি বৃদ্ধি পাওয়ায় হাইমচরের মহজমপুর,চরভাঙ্গা স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে সেচ প্রকল্প এলাকায় জোয়ারের পানি প্রবেশ করে। ভাঙ্গন এলাকা বাঁধ নির্মাণে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।’

আবদুল গনি , ৯ আগস্ট ২০২০