হাইমচর

হাইমচরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উদ্বোধন

হাইমচর উপজেলা প্রশাসনের আযোজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ ম্যারাথনার উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহল চৌধুররী বলেন, সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষে ম্যারাথনার উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলায় এ ম্যারাথনায় সেনাবাহিনী অংশগ্রহনে হলেও হাইমচরে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ম্যরাথনায় অংশগ্রহন করেছেন।

উদ্বোধন শেষে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ হতে ৫ কিলোমিটারের দৌড় শুরু হয়। ম্যারাথনার দোড়টি কালাচকিদার মোড় হয়ে জনতাবাজার, হাইমচর সরকারি কলেজ ও আলগী বাজার হয়ে পুনরায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভ্থমি রিগ্যান চাকমা, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদকঃমো.ইসমাইল,৬ ফেব্রুয়ারি ২০২১

Share