হাইমচর

হাইমচরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল

চাঁদপুরের হাইমচর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতন্নেছা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের টুনামেন্ট উপজেলা পর্যায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বেলা ১২ টায় ৭নং পূর্ব চরকৃষ্ণপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ পূর্ব আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমনা এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নিষেশ নারায়নের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, এ শিশুরাই আগামীতে বিশ^কাপের মাঠে বাংলাদেশের নাম উজ্জল করবে।খেলাধুলা মাধ্যমে বাংলাদেশকে বিশে^র দরবারে একদিন পরিচিত হবে। এদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জলেখা সারমিন, উপজেলা আ’লীগের সহ সভাপতি এম এ বাশার, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার আওয়ামীলীগ সহ সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামনা লুলু ,হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুনছুর পাটওয়ারী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ নাছির মিয়া সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে চ্যাম্পিয়ান ৫৫ নং মহজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার আপ ৪৬ নং চরভৈরবী প্রাথমিক বিদ্যালয়।বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ান দল ৩৬ নং হাইমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার আপ ৫৩ নং বগুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

প্রতিবেদক : বিএম ইসমাইল

Share