মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান এর প্রতিপাদ্য বিষয় নিয়ে হাইমচরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষন সনদ ও ঋনের চেক বিতরন করা হয়।
১ নভেম্বর রোববার সকালে হাইমচর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম চৌধুরী পরিচালানায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন নিয়ে সে প্রশিক্ষন কে কাজে লাগিয়ে আপনি কোন একটি প্রতিষ্ঠানের মালিক হতে পারেন, এ স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু দেখেছেন। যুব সমাজকে সঠিক প্রশিক্ষন দিয়ে গড়ে তোলতে পারলে এ দেশ সোনার দেশ হবে।
বিশেষ অতিথি ভাইস-চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরফিন, সাংবাদিক মোঃ ইসমাইল, যুব উন্নয়ন অফিসে কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, ঋন গ্রহিতা মোঃ ইমান হোসেন প্রমূখ। আলোচনা শেষে প্রশিক্ষনের সনদ ,ঋনের চেক তুলে দেন প্রধান অতিথি।
প্রতিবেদক:মো.ইসমাঈল,১ নভেম্বর ২০২০