হাইমচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের হাইমচর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৯ মে কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়।

অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলায়র পুরস্কার বিতরণ করা হয়।

প্রাথমিক শিক্ষা অফিসার রাফেজা খাতুনের সভাপতিত্বে ও শিক্ষক নিশেস চন্দ্র শাহ এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউ.আর.সি প্রশিক্ষক মো. বোরহান উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু জাফর শেখ, সাধারণ সম্পাদক মো.নাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক মানিক মিয়া, মো.মামুন খান প্রমুখ।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে মধ্যচর কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বাজাপ্তি খুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরিচালনা করেন বাবু লক্ষন চন্দ্র সরকার, সুধীর চন্দ্র মাঝি ও মজিবুর রহমান। খেলা ও আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ট্রফি তুলে দেন

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

Share