Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ফ্রিজ ক্রেতাদের লটারীর ড্র অনুষ্ঠিত
হাইমচরে ফ্রিজ ক্রেতাদের লটারীর ড্র অনুষ্ঠিত

হাইমচরে ফ্রিজ ক্রেতাদের লটারীর ড্র অনুষ্ঠিত

চাঁদপুর হাইমচর উপজেলা আলগী বাজারের ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ফাহমিদা এন্টারপ্রাইজের ফ্রিজ ক্রেতাদের লাকিকূপনের লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় আলগী বাজার মুন্সি প্লাজার ২য় তলায় লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে।

ফাহমিদা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ব্যবসায়ী জিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও মো. আরিফ কোতয়ালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মো হিজবুল বাহার।

অনুষ্ঠানে ২শ’১জন ক্রেতার মধ্যে ভাগ্যবান প্রথম ২০জনকে লটারীর মাধ্যমে ফ্রিজ, টিভি, এন্ড্রয়েট মোবাইলসহ আকর্ষণীয় পুরুস্কার প্রদান করা হয়।

অবশিষ্ট ১৮১জনকে ক্রেতাকেও দেয়াল ঘড়ি দিয়ে পুরুস্কৃত করা হয়। ফাহমিদা এন্টারপ্রাইজ ১ বৈশাখ হতে ড্র অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ক্রেতাদের পুরুস্কৃত করেন।

১ম পুরুস্কার হিসেবে ফ্রিজ পেয়েছেন মো. ফজলে রাব্বী কুফন নং ০১৮, ২য় পুরুস্কার হিসেবে একটি ২১” কালার টিভি পেয়েছেন মো. দেলোয়ার হোসেন, ৩য় পুরুস্কার হিসেবে এন্ড্রয়েট মোবাইল সেট পেয়েছেন হাফেজ আহমেদ।

এসময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন ।

প্রতিবেদক-বিএম ইসমাইল, হাইমচর।। আপডটে, বাংলাদশে সময় ০৫ : ০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬ রোববার
এইউ

Leave a Reply