উপজেলা সংবাদ

হাইমচরে ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

হাইমচরে মহজমপুর গ্রামের প্রবাসীর স্ত্রী রুমা বেগম নামে ৩ সন্তানের জননী বুধবার (২৮ অক্টোবর) ভোরে বসতঘরের আড়ার সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ অলি চাঁদপুর টাইমসকে জানান, “আত্মহত্যার খবর পেয়ে হাইমচর থানার পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে হাইমচর থানায় একটি অপমৃত্যু মামলা (নং ১/৪, তারিখ ২৮/১০/২০১৫ইং) দায়ের করা হয়েছে।

রুমা বেগরে পারিবারিক ও শশুরালয় সূত্রে জানা যায়, পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামের মো: লুতফুর রহমান গাজীর মেয়ে রুমার সাথে মহজমপুর গ্রামের হাজী মো: সিডু মিয়া খাঁনের ছেলে সুলতান খানের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে ১ ছেলে ও ২ মেয়ে। বেশ ক ’মাস ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং উন্নত চিকিৎসকদের স্মরনাপন্ন হয়েও সুস্থ না হওয়ায় সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে।”

প্রাথমিকভাবে রুমার রোগাক্রান্ত হওয়াকে আত্মহত্যার কারণ হিসেবে ধারণা করছে পরিবার।

আপডেট ০৭:১৫ পিএম ২৮ অক্টোবর, ২০১৫ বুধবার

প্রতিনিধি/ডিএইচ

বিএম ইসমমাইল

Share