হাইমচর

হাইমচরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

চাঁদপুর হাইমচরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরে ২০১৮-১৯ মৌসুমে কৃষি পূর্নবাসান কর্মসূচির আওয়াতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় কৃষি ভবনে সার ও উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান এর সভপতিত্বে ও সহকারী কৃষি পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, ‘কৃষকদের গায়ের ঘাম পেলে দেশের খাদ্যের চাহিদা পূরন করেন। তাই কৃষকরা হলেন সবচেয়ে সম্মানি ও শ্রদ্ধাভাজন। জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর কোন কৃষক সার ও বীজের জন্য গুলি খেতে হয়নি। এই সরকার কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ বিতরন করে আসছেন।’

এসময় বক্তব্য রাখেন হাইমচর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম সহ আরো অনেকে। আলোচনা শেষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়।

প্রতিবেদক: বিএম ইসমাইল

Share