গত ২৯ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুরের হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির তিন পদে হেরে যাওয়া প্রার্থীদের ভোট পুনঃগণনাকে কেন্দ্র করে প্রার্থীদের বিরুদ্ধে হামলা ও আটকে রাখার অভিযোগ উঠেছে।
এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি বরাবর দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় গত ২৯ জানুয়ারী হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে জাফর-জাকির-সালাউদ্দিন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মামুন খান, প্রাঃ শিঃ গুণগত মান বিষয়ক সম্পাদক খাদিজা বেগম, সাহিত্য সম্পাদক সাকিলা আলম মিলি ফলাফল প্রত্যাখ্যান করে জেলা প্রাথমিক শিক্ষক সমিতিতে ভোট পুনঃগণনার আবেদন করেন। গত ১৬ ফেব্রুয়রী বিকেল ৩টায় হাসান আলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পুনঃগণনার জন্য উপস্থিত হলে মিজান-নাসির-আনোয়ার পরিষদের বহিরাগত ২০/২৫জন লোক দিয়ে পাশ্ববর্তী ভবনে প্রায় ৪০ মিনিট আটকে রেখে পূর্বের ঘোষনা মেনে নেয়ার জন্য হুমকি দেয়।
সভাপতি শেখ মোঃ আবু জাফর এর প্রতিবাদ করলে তাকেও বহিরাগত লোক দিয়ে মোটর সাইকেলে উঠিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করে বলে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি বরাবর ১৬ ফেব্রুয়ারি ৭টা ৩০ অভিযোগ দায়ের করেছেন।
এ নিয়ে হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দু’ গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
হাইমচর করেসপন্ডেন্ট : আপডেট ০১:০৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার
ডিএইচ