Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত
প্রাণিসম্পদ

হাইমচরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে ডাঃ নাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন, আমাদের প্রতিটি বাড়িতে খামার তৈরি করতে হবে। খামার থাকলে আপনি কর্মঠ থাকবেন, কর্মঠ থাকলে আপনার যেমন আয় হবে এবং আপনার স্বাস্থ্য ভাল থাকবে। যে কোন কাজ মনোযোগ দিয়ে করতে হবে তাহলে সাফল্য অর্জন হবে। সরকারি কোন সহযোগিতা লাগলে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করবেন। আমরা খামারী ভাইদের পাশে আছি আর থাকবো। সকলে মিলে আপনার খামারের যত্ন নিবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইমচর উপজেলা প্রাণিসম্পদ অফিসার সুজন কান্তি শর্মা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান, পল্লী উন্নয়ন ব্যাংকের ম্যানাজার জিল্লুর রহমান জুয়েল প্রমূখ।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৬ ফেব্রুয়ারি ২০২২