হাইমচর

হাইমচরে প্রধানমন্ত্রীর আগমনে আওয়ামী লীগের জরুরি সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১ এপ্রিল) হাইমচরে আগমন উপলক্ষে বাংলাদেশ আ’লীগ হাইমচর উপজেলা শাখার এক জরুরি সভা মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১১টায় হাইমচর উপজেলা আ’লীগ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মোতালেব জমাদারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান চোকদারের পরিচালনা করেন ।

সভায় সভাপতিত্বের বক্তব্যে উপজেলা আ’লীগের সভাপতি মো.মোতালেব জমাদার বলেন,‘ প্রধানমন্ত্রী হাইমচরে আগমনে নেতা কর্মীদের মাঝে আনন্দের আমেজ বইছে। প্রধানমন্ত্রীর আগমনে এলাকার ব্যাপক উন্নয়ন ঘটবে।’

তিনি আরও বলেন,‘হাইমচরে একটি মহল আওয়ামী লীগকে নেতাকর্মীদের মাঝে দ্বি-দ্বন্ধে বিভক্ত করে হাইব্রিড আ’লীগকে সুবিধা দিয়ে পুরানো আ’লীগের নেতা কর্মীদের বঞ্চিত করেছেন।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিকে যে কোনো মূল্যে সফল করা জন্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এসময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাহবুব রশিদ পাটওয়ারী, ত্রাণ ও দূযোর্গ সম্পাদক হাসান তপদার, ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক মানিক পাটওয়ারী,ক্রীড়া সম্পাদক খাজে আহম্মদ বেপারী, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুর রহমান,আ’লীগ সদস্য কায়কোবাদ চুন্নু মিয়া সরকার, বিল্লাল বেপারী, নাছির বেপারী মফিজ আখন, মমতাজ ভূঁইয়া,জাফর ভ’ইয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ যুগ্ম-সম্পাদক আ’লীগ নেতা আ. রশিদ গাজী, নুরুল আমিন মাস্টার, জুলহাস সরকার, আ. হক মেম্বার, বাচ্চু মৃধ্যা, সোহরাব হোসেন টিটু, ছলেমান ঢালী, হাবিবুর রহমান, জাহাঙ্গীর শিকদার, বশির উল্লাসহ ইউনিয়ন ,ওয়ার্ড আ’লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক : বিএম ইসমাইল
আপডেট, বাংলাদেশ সময় ৭: ৫০ পিএম,২০ মার্চ ২০১৮, মঙ্গলবার
এজি

Share