Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মাননা জানানো হবে
Prustoti shova

হাইমচরে প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মাননা জানানো হবে

আগামি ১ এপ্রিল ৬ষ্ঠ জাতীয় কমডেকা উদ্বোধন উপলক্ষে হাইমচরে প্রধানমন্ত্রীর আগমন নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হাইমচরে আসছেন এ সংবাদ হাইমচরবাসীর কাছে খুবই আনন্দের।

প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান জানাতে হাইমচরবাসী প্রস্তুত রয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে হাইমচরের অভূতপূর্বক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নকে আরো গতিশীল করতে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ নিরলস কাজ করে যাচ্ছেন। হাইমচরের চলমান কাজগুলো দ্রæত সম্পাদনার লক্ষে তিনি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের অনুরোধ জানান। এসময় উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অভিযোগ করে বলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং প্রকৌশলীর অব্যবস্থাপনায় হাইমচরের অনেক কাজ নির্দিষ্ট মেয়াদে শেষ হচ্ছে না। যে সব কাজ চলমান রয়েছে তা দ্রæত বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।

সভায় উপজেলা চেয়ারম্যান বলেন হাইমচরে অনেক উন্নয়ন হয়েছে। আমরা প্রধান মন্ত্রীর কাছে আরো কিছু দাবী তুলবো তা হলো হাইমচরের মধ্য চরে অর্থনৈতিক জোন অঞ্চল ঘোষণা, কাটাখালি হতে চরভৈরবী পর্যন্ত মেঘনার পাড়ে গাইড ওয়াল দিয়ে পর্যটক সহায়ক রাস্তা নির্মাণ, হাইমচরে পর্যটন কেন্দ্র ও হাইটেক পার্ক, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, মধ্য চরে শেখ কামাল হাইটেক/ আইসিটি পার্ক স্থাপন এবং সদর আলগীবাজারে পৌরসভা ঘোষনার দাবি জানানো হবে।

প্রস্তুতি সভায় হাইমচর ইউএনও মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, হাইমচর কলেজ অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আ’লীগ সহ সভ্পাতি মোঃ কাউছার মিয়াজি, এমএ বাশার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাস্টার, সরদার আঃ জলিল মাষ্টার, শাহাদাত সরকার, হাবিবুর রহমান গাজি, মনির আহমেদ দুলাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন ও মোঃ রিয়াদ হোসেন।

এসময় উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- বিএম ইসমাইল