হাইমচরে প্রথম দিনেই ৯ পরীক্ষার্থী অনপুস্থিত

চাঁদপুরের হাইমচর উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ভোক) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরিক্ষা শুরু হয়েছে। পরিক্ষার্থী ১১০৫ এর মধ্যে প্রথমদিন অনুপস্থিত ৯জন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানায়ায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩৬৩, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৪৫ এসএসসি, গাউসুল আজম সবরিয়া দাখিল মাদ্রাসা ১১৩ এসএসসি (ভোক) ও উপজেলা সদর আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসায় ২৮৪ দাখিল পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ইন্দ্রজিত দেওয়ান জানান হাইমচরে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে এসএসসি পরিক্ষা আমরা শুরু করেছি। আমরা কোন অনিয়মকে পশ্রয় দেই না। নিজ উদ্যোগেই নকল মুক্ত পরিবেশে পরীক্ষা শুরু করেছি।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

: আপডেট ১:৩০ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share