Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে সাতটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
প্রতিষ্ঠানকে

হাইমচরে সাতটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারে খাবার হোটেল, মুদি দোকান, ঔষধের দোকান, বেকারি ও ক্লিনিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম পেয়ে ভিন্ন ভিন্ন আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখার আবদু্ল্লাহ আল ইমদাদ ও ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ২১ বীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টা হতে হাইমচর উপজেলার সদর আলগী বাজারে ভোক্তা অধিকার অভিযান ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য ভেজাল, মেয়াদ উর্ত্তীণ ঔষধ, বিভিন্ন ক্লিনিকের অনিয়ম পেয়ে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

যৌথ অভিযানে বিভিন্ন দোকানের ভেজাল খাবার,মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফ্রিজে রাখা ভেজাল খাবার পাওয়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান গুলো ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মিলন মেডিকেল হলকে ১০ হাজার টাকা,মোবারক স্টোরকে ১০ হাজার টাকা, তৃপ্তি হোটেলকে ১০ হাজার, মদিনা বেকারীকে ২০ হাজার, পলাশ ফার্মেসীকে ৩০ হাজার টাকা ও অন্য একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকাসহ মোট ৭ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
৯ ডিসেম্বর ২০২৫