হাইমচর

হাইমচরে প্রতিবন্ধি ছাত্রকে ‘বেধম মারধর’

চাঁদপুরের হাইমচর উপজেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক কর্তৃক ৯ম শ্রেণির প্রতিবন্ধি ছাত্রকে মঙ্গলবার (৩০ আগস্ট) ‘বেত দিয়ে প্রহারের’ অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে বিদ্যালয় ও পাশ্ববর্তী এলাকার লোকজনের মাঝে ক্ষোব বিরাজ করছে।

ঘটনার বিবরণে জানাযায় ‘হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র সুমীর কৃষ্ণ তেলীকে সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবির ‘রেজাল্ট কার্ড’ দেয়াকে কেন্দ্র করে অফিস কক্ষে নিয়ে ‘বেত দিয়ে পিঠে ও হাঁঠুতে মারধর করে।’

এতে সুমীর গুরুতর আহত হয় এবং তাকে সহপাঠিরা হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

কর্তব্যরত ডা. উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে অভিযোগ করে সুমীর কৃষ্ণের তেলীর পিতা পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামের জীবন কৃষ্ণ তেলী চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমার প্রতিবন্ধি বোবা ছেলে অন্যের রেজাল্ট কার্ড জমা দিতে গেলে আমার ছেলের ওপর বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন স্যার অমানবিকভাবে বেত দিয়ে মেরে আহত করেন। আমি স্যারদের কাছে এর সুষ্ঠ বিচার চাই।’

এব্যাপারে অভিযুক্ত শিক্ষক হুমায়ন কবির চাঁদপুর টাইমসকে জানান, ‘রাগের বশবর্তী হয়ে বা ভুলে অন্যায় করে ফেলেছি। সামাজিকভাবে এর জন্য যা বিচার করা হয় তা আমি মেনে নিবো এবং আমি তার চিকিৎসার সকল খরচ বহন করে নিব।’

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘আজকের ঘটনাটি দুঃখজনক। এ জন্য শিক্ষকের হয়ে আমি অভিভাবকের কাছে ক্ষমা প্রার্থী। বিষয়টির ব্যাপারে অন্যান্য শিক্ষকদের নিয়ে সমাধানের জন্য বসার সিদ্ধান্ত নিয়েছি।’

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১২:৪০ এএম, ৩১ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ

Share