হাইমচর

হাইমচরে পুলিশ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া : আটক ৫

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের নাশকতা প্রস্তুতিকালে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ ৫ নেতাকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।

এ ঘটনায় পুলিশ কনস্টেবল ইমরান হোসেন(২৮) গুরুতর আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীকে আটক করা হয়ে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই নাশকতা প্রতিরোধ আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রনে উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশ।

জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলা রায়কে কেন্দ্র করে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা বেলা ১১টায় উপজেলা সদর অগ্রণী ব্যাংক মোড়ে অবস্থান নিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পুলিশের ধাওয়া খেয়ে বেলা ১২টায় হাইমচর উপজেলা সদর আলগী বাজার সংলগ্ন দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি নেতা কর্মীরা জড়ো হলে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায় জানান, নাশকতা প্রতিরোধ এবং আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ তৎপর রয়েছে। কতিপয় নেতা কর্মী দেশীয় অস্ত্রসহ নাশকতার সৃষ্টি সংবাদ পেয়ে আমরা তাদের ধাওয়া দিয়ে ২ রাউন্ড গুলি বিনীময়ে পরিস্থিতি নিয়ন্তন করেছি।
তিনি আরো জানান, ধাওয়া পাল্টা ধাওয়া সময় আহত কনেষ্টেবল ইমরান আহত হয়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

প্রতিবেদক : বিএম ইসমাইল, হাইমচর
: আপডেট, বাংলাদেশ সময় ৮ : ৩০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
এইউ

Share