চাঁদপুর কচুয়ায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনপুরা মান্দারটেক এলাকা থেকে কচুয়া থানার এসআই মোঃ শাহজাহান তাকে ২৫০ গ্রাম গাজাসহ হাতে নাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন মনপুরা গ্রামের তোরাব আলীর ছেলে।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানাগেছে, জসিম উদ্দিন দীর্ঘদিন ধর গোপনে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এ ঘটনায় জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় মামলা হয়েছে।
প্রতিবেদক:জিসান আহমদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur