হাইমচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগীতে শনিবার (২৩ জুলাই) দুপুর ১২ টায় হাফিজ নামে শিশু পানিতে ডুবে মৃত্যু হয়।
শিশুর বাবা দিনমজুর মো. সাহাদাত গাজী।
তার চাচা শাহআলম জানায়, ‘শিশুটির বয়স ২ বছর ৬ মাস। বর্ষাকাল হিসেবে বাড়ির চারদিকে এখন পানি। সকালে সবার অজান্তে খেলার ছলে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়দের সহযোগিতায়া চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে আনা হয়।’
পরে কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা.বেলায়েত হোসেন শিশুটিকে মৃত ঘোষনা করেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/authorনিউজ ডেস্ক ।। আপডেট ০৬:৩৭ পিএম,২৩ জুলাই ২০১৬,শনিবার
এইউ