চাঁদপুরের হাইমচরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার ফ্রিজে রাখার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আলগী বাজারে ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো: ভাই ভাই বেকারি ১০ হাজার, বিসমিল্লাহ সুইটস ৫ হাজার, বিসমিল্লাহ বেকারি ১০ হাজার, কালু হোটেল ৫ হাজার এবং আল আকসা ৪ হাজার ৫শত টাকা।
হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী ফরিদগঞ্জ ও হাইমচর ক্যাম্প এবং হাইমচর থানা পুলিশের একটি টিম। অভিযানকালে প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম/
১২ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur