চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ উপজেলা শাখার আয়োজনে মেয়াদ উত্তীর্ণ ন্যাশনাল সার্ভিস কর্মীদের পুনঃনিয়োগ দাবিতে ইউএনওর মাধ্যমে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) উপজেলায় কর্মরত মেয়াদ উত্তীর্ন ন্যাশনাল সার্ভিস কর্মীদের পূনঃ নিয়োগের দাবীতে স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস হাইমচর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মোঃ ইসমাইলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আতাউল গনির পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, সহ সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানসহ ন্যাশনাল সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন ।
বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের মাধ্যমে মহা পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur