চাঁদপুর সদর

চাঁদপুর রাজরাজেশ্বরে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলা ১৪নং রাজরাজেশ্বর দেওয়ান বাজার এলাকায় মা ইলিশ নিধন বন্ধে অভিযান করেছে সদর উপজেলা টাস্কফোর্স। এতে বাজারের বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে গোপনে লুকিয়ে রাখা প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে বেলা ১২টা এপর্যন্ত সদর উপজেলা টাস্কফোর্সের নেতৃত্বে নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ ভাবে এই অভিযানে অংশ নেয়।

অভিযান কালে সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের বিভিন্ন চর এলাকার নৌকা থেকে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার মিটার ও নৌ পুলিশের অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্টেড অমিত চক্রবর্তী ও অলিদুজামানের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও নদীপাড়ে থাকা প্রায় ৫০টির অধিক জেলে নৌকা স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম,সহকারী মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা,মৎস কর্মকর্তা মোঃ মাহমুদ মোস্তফা, নৌ পুলিশের এএসআই রফিকসহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সঙ্গিয় ফোর্স।

ভোররাতের এই অভিযানে চাঁদপুর সদরের পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত রাজরাজেশ্বর চরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম
২৪ অক্টোবর,২০১৮

Share