হাইমচর উপজোলার ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের দুই পদে মোট ৭জন পরিক্ষার্থী অংশগ্রহনে মধ্য দিয়ে নিয়োগ পরিক্ষা সম্পন্ন হয়েছে।এতে ল্যাব এসিসট্যান্ট (কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) ৩ জন পরিক্ষার্থী ও ল্যাব এসিস্ট্যান্ট জেনারেল ইলেকট্রিক্যাল পদে ৪ জন।
২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের দুই পদে মোট ৭ জন পরিক্ষা অংশ নেয়। এতে ল্যাব এসিসট্যান্ট ( কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) ৩ জন পরিক্ষার্থী ও ল্যাব এসিস্ট্যান্ট জেনারেল ইলেকট্রিক্যাল পদে ৪ জন পরিক্ষার্থী নিয়োগ পরিক্ষায় অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য এস এম আল মামুন সুমন,চাঁদপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম,হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আমিন মিজি।
প্রতিবেদক:মোঃ ইসমাইল,২৪ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur