চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মীর হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
৫ জানুয়ারি বুধবার বিকেলে ওই উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মীর হোসেন শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখি গ্রামের ইরফান বেপারীর পুত্র ও পালং বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী।
এছাড়াও এ ঘটনায় বাদল সরদার(৫০)সহ আরো ৫ জন গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে নীলকমল ৬ নং কেন্দ্রে বিদ্রোহী প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, হামলায় বাদল সরদারসহ পথচারী মীর হোসেন কে কুপিয়ে জখম করে, ঘটনাস্থলেই মীর হোসেন নিহত হয়েছেন।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, নির্বাচন এর দিন দুই প্রার্থীর সংঘর্ষে মীর হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকঃ কবির হোসেন মিজি, বি এম ইসমাইল