চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চরপোড়ামূখী গ্রামের আঃ গফুর মোল্লা ছেলে মোঃ দেলোয়ার (২৭) নিখোঁজ হওয়ার ১ বছরের পরে সন্ধান মিলেনি।
ছেলেকে হারিয়ে মায়ের চোখের পানি মুছেনি আজও ঝড়ে নীরবে। ছেলে নিখোঁজ হওয়ার পর দেলোয়ারের মায়ের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।
জানা যায়, নিখোঁজ দেলোয়ার ঢাকা কাওরান বাজারে কাঁচামালের আড়ৎতের তার এক আত্নীয়ের মাধ্যমে চাকরী করেন। চাকরি ১ মাস না যেতে দেলোয়ার ঐখান থেকে নিখোঁজ হয়। দেলোয়ারের বাবা ও মা এবং তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করার পরের তার সন্ধান মিলেনি। দেলোয়ারকে ফিরে পেতে এক মায়ের আকুতি।
দেলোয়ারের কেউ ফেলে ০১৭৪৩৫০৪২১১ এ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবার।
প্রতিবেদকঃ বিএম ইসমাইল, ২ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur