চাঁদপুরের হাইমচরে ব্র্যাক হাইমচর উপজেলা শাখার আয়োজনে নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় হাইমচর উপজেলায় নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধে উপজেলা সদর আলগী বাজারে র্যালী ও শ্লোগানের মাধ্যমে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ব্র্যাক উপজেলা শাখার ম্যানাজার মোঃ মাসুদ করিম সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লা অলি, বিশেষ অতিথি এসআই মোঃ ইউনুছ, আবু জাফর প্রমুখ।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ বলেন, প্রত্যেক পরিবারের সকল সদস্যরা সচেতন হলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভাব্য। তিনি আরো বলেন পুরুষদের ন্যায় নারী ও শিশুদের সমান চোখে দেখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, সুধীজন, শিক্ষার্থীসহ সচেতন ব্যক্তিবর্গ।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট
নিউজ ডেস্ক ।। আপডেট: ১২:৫৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ/এমআরআর