চাঁদপুরের হাইমচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগমের স্বামী শাহজাহান ভূঁইয়া টেলু কে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
২০ এপ্রিল বুধবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আদালতের বিচারক জান্নতুল ফেরদাউস তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, হাইমচর উপজেলার ২ নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের বাসিন্দা অসহায় নুরুল ইসলাম দফাদারের মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের করা হলে নিম্ন আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে এক মাসের আগাম জামিন নিয়ে আসে।
পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আদালতে জামিন চাইলে বুধবার জামিন শুনানির দিন ধার্য করে। বাদী পক্ষের কথা শুনে অবশেষে বিচারক শাহজাহান ভূঁইয়া টেলুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
মামলার বাদী কিশোরীর বাবা নুরুল ইসলাম জানান, গত ১৯ জানুয়ারি রাতে দোকানে চিনি চা পাতা কিনতে গেলে মহিলা ভাইস চেয়ারম্যান এর স্বামী শাহজাহান ভূঁইয়া টেলু মুখ চাপ দিয়ে গলায় জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনা থানায় অভিযোগ দায়ের করা হলে শাহজাহান ভূঁইয়া টেলু মামলা তুলে নিতে বহিরাগত লোকজন নিয়ে এসে বাড়িতে হামলা চালায় ও লুটপাট করে।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম ও তার স্বামী শাহজাহান ভূঁইয়া টেলু রাস্তা বন্ধ করে দিয়ে অতর্কিতভাবে বেশ কয়েকবার হামলা চালায়। এই ঘটনা ধর্ষণকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২০ এপ্রিল ২০২২