হাইমচর

হাইমচরে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

‘সবাই মিলে লড়বো, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো’ এ শ্লোগানে সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহীতা বৃদ্ধির লক্ষে হাইমচর উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির মত বিনিময় সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা হল রুমে সোমবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি হাইমচর মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ লতিফের পরিচালনায় প্রধান আলোচ্য বিষয়ে বক্তব্য রাখেন দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারি পরিচালক আহসানুল কবির পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেনউপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, উপজেলা যুবউন্নয়ন অফিসার তারিক মাহমুদ হোসেন, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ, হাইমচর থানার এস আই নুর মিয়া, হাইমচর কলেজের প্রভাষক মোঃ মোখলেছুর রহমান মুকুল, ফারুক-ই আজম দাখির মাদরাসার সুপার মোঃ ওয়ালি উল্লাহ, বাজাপ্তী রমনি মহন উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, ১নং গাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইসমাইল গাজি, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ ইমরান হোসেন, চরভৈরবী গাউছিয়া আজম মাদরাসার সহকারি শিক্ষক রেজাউল করিম, দক্ষিন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ বশির উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় আলগী বাজার সিনিঃ মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মহিউদ্দিন, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনসহ বি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর
Share