Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে দাঁড়িপাল্লা প্রার্থীর গণসংযোগ
দাঁড়িপাল্লা

হাইমচরে দাঁড়িপাল্লা প্রার্থীর গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া হাইমচর উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে তিনি হাইমচরের তেলির মোড়সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন,হাইমচরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। আল্লাহ চাইলে জনগণের দুঃখ-কষ্ট দূর করতে, এলাকার উন্নয়নে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে আমি কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচন জনআকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ। উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের ধারাবাহিকতা নিশ্চিত করতে জনগণ আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আরও অগ্রগতির পথ খুলে দেবে।”

এসময় উপস্থিত ছিলেন— হাইমচর উপজেলা সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন সহসভাপতি আলী আকবর, সেক্রেটারি আবু হানিফ, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আল-মামুন, সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগে স্থানীয় জনগণ দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের আশ্বাস দেন।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/
৭ ডিসেম্বর ২০২৫