Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসায় সবক প্রদান

হাইমচরে তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসায় সবক প্রদান

চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার জনতা বাজার সংলগ্ন মাদরাসার নবনির্মিত দ্বিতীয় ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা জুলফিকার হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গন্ডামারা এবিএস ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করেন আশরাফিয়া কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা তৈয়ব। এসময় তিনি শিক্ষার্থীদের ইলমে দ্বীনের গুরুত্ব ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহম্মদ বলেন, “নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এই মাদরাসাটি এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের এই প্রচেষ্টা প্রশংসনীয়।”

সবক প্রদান অনুষ্ঠানের পূর্বে মাদরাসার সমাপনী সেমিস্টার ও ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ইকরা শিশু শ্রেণি থেকে ইবতেদায়ী ৫ম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসা অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, হাইমচর সরকারি কলেজ প্রভাষক নেয়ামত উল্লাহ, হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ ইমাম মাওলানা মাহাদি হাসান সহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
৭ জানুয়ারি ২০২৬